মিরসরাইয়ে হামলায় আহত সাবেক ইউপি সদস্যের মৃত্যু - Journalist Robi-Find Latest news, Latest opinions.

Header Ads

মিরসরাইয়ে হামলায় আহত সাবেক ইউপি সদস্যের মৃত্যু


হামলায় আহত হয়ে ৬ দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেলেন মিরসরাইয়ের সাহেরখালী ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য মো. আবুল কাশেম (৬৫)। মঙ্গলবার রাত ৩টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। তিনি ছয়বারের নির্বাচিত ইউপি সদস্য ছিলেন।

বুধবার রাতে উপজেলার সাহেরখালী ইউনিয়নের পশ্চিম সাহেরখালী এলাকায় সন্ত্রাসীরা তাকে কুপিয়ে মঘাদিয়া খালে কাদার মধ্যে ফেলে দেয়। এ ঘটনায় সোমবার রাতে আবুল কাশেমের স্ত্রী বিবি ফাতেমা বাদি হয়ে স্থানীয় ইউপি সদস্য বেলাল হোসেনসহ সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৭-৮ জনকে আসামি করে মিরসরাই থানায় একটি মামলা করেন। পুলিশ রাতে সিরাজুল ইসলাম, নজরুল ইসলাম ও ফহাদ হোসেন নামে তিনজনকে গ্রেপ্তার করেছে।

নিহত আবুল কাশেমের ছেলে মো. তারেক জানান, বুধবার সন্ধ্যায় তারা বাবা বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির একপর্যায়ে স্থানীয় মঘাদিয়া খালের কাদায় মধ্যে ছুরিকাহত অবস্থায় তাকে পাওয়া যায়। সেখান থেকে মুমূর্ষু অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে তিনবার অপারেশন করলেও তার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। রোববার রাতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিডিতে নিয়ে যাওয়া হয়। সেখানে মঙ্গলবার রাত তিনটার দিকে তিনি মারা যান।

নিহত আবুল কাশেমের স্ত্রী বিবি ফাতেমা অভিযোগ করে বলেন, স্থানীয় ৩ নন্বর ওয়ার্ডের ইউপি সদস্য বেলাল হোসেনের সঙ্গে কয়েক মাস ধরে তার স্বামীর বিরোধ চলে আসছে। তিনি আগেও কয়েকবার তার স্বামীকে হত্যার হুমকি দেন। বেলাল হোসেনের নির্দেশেই তার স্বামীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

সাহেরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হায়দার জানান, আবুল কাশেম পরিষদের ৬ বারের নির্বাচিত সদস্য ছিলেন। গত নির্বাচনের তিনি প্রতিদ্বন্দ্বিতা করেননি। মঙ্গলবার রাতে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান জানান, আবুল কাশেম মেম্বরের ওপর হামলার ঘটনায় তার স্ত্রী বিবি ফাতেমা বাদি হয়ে বেলাল হোসেনসহ সাতজনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেছেন। মামলা হওয়ার পরপরই এজাহারভুক্ত তিন আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে। অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.