বাবার মৃত্যু শোকে ছেলেরও মৃত্যু
ময়মনসিংহে বাবার মৃত্যুর শোক সইতে না পেরে বিদেশ ফেরত ছেলেরও মৃত্যু হয়েছে। এমনই এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে ময়মনসিংহের ফুলপুর উপজেলায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফুলপুর উপজেলার ভাইটকান্দি মিসকি পাড়া গ্রামের জলিল আকন্দের ছেলে মুঞ্জুরুল আকন্দ ১৮ দিন আগে প্রবাস জীবন শেষ করে বাড়ি ফেরে। এদিকে ছেলে মুঞ্জুরুল আকন্দের জন্য গতকাল শনিবার পাত্রী খুঁজতে বের হন বাবা জলিল আকন্দ। গতকাল এক পর্যায়ে আব্দুল জলিল আকন্দ অসুস্থ হয়ে পড়লে দ্রুত ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পরে লাশ বাড়িতে নিয়ে যাওয়ার পর ছেলে মঞ্জুরুল বাবার মৃত্যুর শোক সইতে না পেরে অজ্ঞান হয়ে পড়ে। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে আজ রবিবার আনুমানিক ভোর ৫ টায় মৃত ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন