ত্রিশালে সিএনজি-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত
ময়মনসিংহের ত্রিশালের রামপুর নামক স্থানে সিএনজি অটোরিকশার বালু বাহী ড্রামট্রাকের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত ও একজন আহত হয়েছেন।
ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রিয়াজ উদ্দিন জানান, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের উদ্ধার করে। পরে আহতদের ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও নিহত দুইজনের মরদেহ থানায় পাঠানো হয়েছে।
বুধবার ১০ নভেম্বর ত্রিশাল-বালিপাড়া সড়কে সকাল পৌনে ৯ টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ত্রিশালের বাবুপুর এলাকার হাজি মো. কালিমুদ্দিন (৮৫) ও একই উপজেলার বীর রামপুর ভাটিপাড়া এলাকার সিএনজি অটোরিকশার চালক রামপুর গ্রামের আবদুল হেকিমের ছেলে আব্দুস সাত্তার (৪০), ত্রিশালের বাগান এলাকার আব্দুল কদ্দুসের ছেলে সালাম নবী (৩৫) ও আব্দুর রহমানের ছেলে সোহরাব উদ্দিন (৫০) ও আজহারুল হকের স্ত্রী মিনা বেগম (৪৫)।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, ত্রিশাল থেকে অটোরিকশাটি যাত্রী নিয়ে বালিপাড়া যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা বালুভর্তি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হয় এবং আহত চারজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনজন মারা যান।
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন