ডিজিটাল হচ্ছে মমেকের সেবা
আধুনিক ও উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে হাসপাতাল অটোমেশন কার্যক্রমের চুড়ান্ত পর্যায়ে আছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের অটোমেশন কার্যক্রম। সম্পূর্ণ কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও ট্রেইনিং সেন্টার চালুর উদ্ধোধনী অনুষ্ঠানে মমেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কবির জানান, এই কেন্দ্র থেকে নিয়মিত চিকিৎসক, নার্স ও টেকনোলজিস্টদের প্রশিক্ষণ প্রদান করা হবে। এছাড়া কম্পিউটার ও মোবাইল ফোনে ব্যবহার উপযোগী অটোমেটেড সফটওয়্যারের মাধ্যমে সেবাগ্রহীতা রোগীর সকল তথ্য সফটওয়্যারে যুক্ত এবং সেবাদান প্রক্রিয়া আরও সহজতর হবে।
লম্বা সিরিয়াল ব্যবস্থাপনার আধুনিকায়ন, পরীক্ষা-নিরীক্ষা ও স্বাস্থ্যসংক্রান্ত রিপোর্টের ডিজিটাল কপি সংগ্রহসহ হাসপাতালের অভ্যন্তরীন সেবাসমূহ দ্রুততার সাথে সম্পন্ন করা সম্ভব হবে। এছাড়াও রোগীর তথ্য দীর্ঘদিন সংরক্ষণ, ফলোআপ করা ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে ঝুকিপূর্ণ রোগীদেরকে অগ্রাধিকার ভিত্তিতে সেবাদান করা সম্ভব হবে।
তিনি আরও জানান, এই ব্যবস্থার সাথে চিকিৎসকগন মোবাইলে সংযুক্ত থাকবেন, ফলে যেকোনো ওয়ার্ড বা বিভাগ থেকে চিকিৎসকগন রোগীর চিকিৎসার ব্যাপারে পরষ্পরের সাথে আলোচনা করে নিতে পারবেন।
এই কেন্দ্রীয় নিয়ন্ত্রিত অটোমেশন সফটওয়্যার স্বাস্থ্য অধিদপ্তরে ব্যবহৃত ডিএইচআইএস-২ সফটওয়ারের সাথে সংযুক্ত থাকবে ফলে পুরো প্রক্রিয়াই পর্যবেক্ষণ ও মূল্যায়ন সম্ভব হবে।
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন