চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা - Journalist Robi-Find Latest news, Latest opinions.

Header Ads

চিরকুট লিখে গৃহবধূর আত্মহত্যা

চট্টগ্রামের মীরসরাইয়ে চিরকুট লিখে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। গতকাল শনিবার দুপুরে নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। ঘটনাটি ঘটেছে উপজেলার জোরারগঞ্জ থানাধীন ৮নং দূর্গাপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডস্থ শিকার জনার্দন পুর গ্রামের ছাদেক রহমানের বাড়ীতে। আত্মহননকারী গৃহবধূ ঐ বারীর প্রবাসী মঈনুল ইসলাম রাসেলের স্ত্রী মাহমুদা আক্তার (২১)। তার ৫ বছরের একটি কন্যা সনৃতান রয়েছে।

নিহতের স্বামীর চাচাতো ভাই সোহাগ জানান, রাসেল ঢাকার গাজীপুরে একটি কারখানায় চাকুরি করার সময় মাহমুদাকে নিজে পছন্দ করে বিয়ে করে বারীতে নিয়ে আসে৷ এরপর থেকে তারা স্বামী-স্ত্রী আলাদা ঘরে বসবাস করে। পারিবারিক ভাবে বাড়ীর অন্যান্য স্বজনদের সাথে তেমন যোগাযোগ ছিলনা। তাদের একটি কন্যাসন্তান হয়। এরমধ্যে রাসেল প্রবাসে চলে যায়। ঘরে তার স্ত্রী মেয়েকে নিয়ে একাই থাকতো৷ ঘটনার দিন সকালে মেয়েকে স্থানীয় একটি স্কুলে দিয়ে এসে কোন এক সময় ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরে বাড়ীর লোকজন দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। 

সোহাগ আরো জানান, নিহতের স্বামী গত রাতে প্রবাস থেকে রওয়ানা হয়ে আজ দেশে পৌঁছেছে। এখনো পথে আছে বাড়ীতে এসে পৌঁছাতে পারেনি। সে আসলে তার যা করণীয় করবে। 

জোরারগঞ্জ থানার এসআই জসিম উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত গৃহবধূর লাশ উদ্ধার করি। এসময় লাশের সাথে হাতে লিখা একটা চিরকুট পাই। চিরকুটে তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় বলে লিখা ছিল। এছাড়া তার মায়ের সাথে অভিমানের কিছু বিষয় উল্লখ করা আছে। প্রাথমিকভাবে ধারণা করছি পারিবারিক কলহের কারণে আত্মহত্যা করতে পারে। আমরা নিহতের স্বজন ও প্রতিবেশীদের সাথে কথা বলে এবং নিহতের ব্যবহৃত মুঠোফোন যাচাই করে আরো কিছু বিষয় জানতে পেরেছি। পূর্ণাঙ্গ তদন্ত করে বিস্তারিত জানা যাবে। বর্তমানে লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.