ফুটপাত দখলমুক্ত করতে মসিকের অভিযান - Journalist Robi-Find Latest news, Latest opinions.

Header Ads

ফুটপাত দখলমুক্ত করতে মসিকের অভিযান

ময়মনসিংহ মহানগরীতে সাধারণ মানুষের চলাচল নির্বিগ্ন করতে ফুটপাত দখলমুক্ত রাখতে চরপাড়ায় মসিক কর্তৃপক্ষ ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে।
আজ বুধবার দুপুরে পূরবী সিনেমা হল থেকে চরপাড়া মোড় পর্যন্ত সড়কের ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ অবৈধ দখলদার ও অবৈধ স্থাপনাসমূহকে উচ্ছেদ করেন এবং সংশ্লিষ্ট সকলকে সতর্ক করেন। অভিযানকালে ৬ মামলায় ৫ হাজার টাকা জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ জানান, ময়মনসিংহ সিটির সড়কসমূহকে অবৈধ দখল থেকে মুক্ত করতে অভিযান অব্যহত থাকবে। এ বিষয়ে মাননীয় মেয়রের নির্দেশনা রয়েছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযান পরিচালনাকালে স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবাল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.