ময়মনসিংহে অটোরিকশা ছিনতাই চক্রের ৭ সদস্য গ্রেফতার
ময়মনসিংহে র্যাবের অভিযানে অটোরিকশা ছিনতাই চক্রের সাত সদস্যকে গ্রেফতার। শুক্রবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদরের অষ্টধার কুঠুরাকান্দা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছে র্যাব ।
অভিযানে তাদের কাছ থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা, প্রাইভেটকারসহ, ৬টি মোবাইলফোন ও প্রায় ১০ হাজার টাকা জব্দ করা হয়।
আটককৃতরা হলো- সদর উপজেলার ফজলুল হকের ছেলে মো. সুমন (১৯), নুরুল ইসলামের ছেলে মাসুদ রানা (১৯), নান্দাইলের চিকন আলীর ছেলে ছায়েদ আলী (২০), ফুলবাড়িয়ার মৃত আব্দুল কাদেরের ছেলে জাহিদুল ইসলাম ওরফে ফজলু (৩০), জামালপুরের মৃত জামাল উদ্দিনের ছেলে মো. বাবু হোসেন (১৯), কিশোরগঞ্জের মতি বাবুর ছেলে শ্রী জনি বাবু গৌড় (২৪) এবং জয়পুরহাটের মৃত শামসুল আলমের ছেলে রাকিব হাসান (২০)।
শনিবার দুপুরে র্যাব-১৪ কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সকল তথ্য জানানো হয়েছে।
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন