মমেকে 'প্যাথলজি ইনডোর ল্যাব' চালু - Journalist Robi-Find Latest news, Latest opinions.

Header Ads

মমেকে 'প্যাথলজি ইনডোর ল্যাব' চালু

স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। হাসপাতালের অন্তঃবিভাগে ভর্তি হওয়া রোগীদের সুবিধার্থে 'প্যাথলজি ইনডোর ল্যাব' চালু করা হয়েছে।
হাসপাতাল ভবনের বিভিন্ন তলায় প্যাথলজি স্যাম্পল কালেকশন বুথ স্থাপন করা হয়েছে। যেখানে ভর্তিকৃত রোগীদের সব ধরনের স্যাম্পল(নমুনা) সংশ্লিষ্ট তলায় সংগ্রহ করে ইনডোর ল্যাবে পরীক্ষার জন্য পাঠিয়ে দেয়া হয়। এরপর পরীক্ষা শেষে রিপোর্ট গুলো ভর্তিকৃত রোগীর নির্দিষ্ট তলায় পুনরায় পাঠিয়ে দেয়া হয়।
পাশাপাশি হাসপাতালের বহির্বিভাগে আগত রোগীদের বিভিন্ন ধরনের প্যাথলজি পরীক্ষার স্যাম্পল কালেকশন এর জন্য আউটডোরেই স্যাম্পল কালেকশন বুথ স্থাপন করা হয়েছে। সেখান থেকে সংগৃহীত স্যাম্পল আউটডোর ল্যাবে পাঠিয়ে দেয়া হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে রিপোর্টসমূহ আউটডোর স্যাম্পল কালেকশন বুথে ফেরত পাঠিয়ে দেয়া হয়। ফলে রোগীরা সহজেই তা সংগ্রহ করে দ্রুততম সময়ে চিকিৎসকের পরামর্শ নিতে পারে।
রোগীদের সুবিধার জন্য হাসপাতালের রেডিওলজি ও ইমেজিং বিভাগের সিটি স্ক্যান, এমআরআই, এক্স-রে মেশিনের মাধ্যমে সপ্তাহে সাত দিন, দিনে চব্বিশ ঘন্টা সার্বক্ষণিক (২৪/৭) সেবা প্রদান করা হচ্ছে। 
এছাড়া ভর্তিকৃত ও চলাচলে অক্ষম রোগীদের এক্স-রে পরীক্ষা করার জন্য নয়টি পোর্টেবল এক্স-রে মেশিন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে, বিভাগে সার্বক্ষণিক কাজ করছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.