মসিক মেয়র টিটু'র রোগমুক্তি কামনায় ছাত্রলীগ নেতা সাগর-রাতুলের দোয়া-মিলাদ
ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহ জেলা ছাত্রলীগ নেতা আব্দুল আলীম সাগর ও নাজমুল হুদা খান রাতুলের উদ্যোগে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের অন্যতম সহ-সভাপতি, জননেতা মোঃ ইকরামুল হক টিটু এবং উনার পরিবারের সদস্যদের করোনা ভাইরাস (কোভিড-১৯) থেকে দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০৩ জুলাই) বাদ যোহর মহানগরীর বলাশপুরে আত্ তাবিব ইসলামীয়া মাদ্রাসা ও এতিমখানায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় দোয়া পরিচালনা করেন মুফতি মাওলানা নাজমুল ইসলাম।
দোয়া মাহফিলে মসিক মেয়র মোঃ ইকরামুল হক টিটুসহ উনার পরিবারের সদস্যদের করোনা ভাইরাস থেকে দ্রুত সুস্থতা কামনায় সকলকে নিয়ে আল্লাহ পাকের নিকট দোয়া প্রার্থনা করা হয়। দোয়া শেষে উপস্থিত মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে তবারক বিতরণ করা হয়।
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন