একটি যুক্তিবাদী জ্ঞানসমৃদ্ধ সমাজ গঠনে কাজ করে যাচ্ছি- মেয়র টিটু - Journalist Robi-Find Latest news, Latest opinions.

Header Ads

একটি যুক্তিবাদী জ্ঞানসমৃদ্ধ সমাজ গঠনে কাজ করে যাচ্ছি- মেয়র টিটু

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনাকে ধারন করে শিক্ষা-সংস্কৃতি-ক্রীড়া সহ সকল ক্ষেত্রে ভূমিকা রাখার চেষ্টা করে যাচ্ছি। কোভিড ১৯ এ মানুষের জীবন রক্ষার লড়াইয়ের সাথে শিক্ষার্থীদের মেধাবৃত্তিক চর্চা বৃদ্ধি করতে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করেছি যাতে একটি যুক্তিবাদী জ্ঞানসমৃদ্ধ সমাজ গড়ে ওঠে। আগমী প্রজন্ম যেন সঠিক ইতিহাস ও সুষ্ঠু সাংস্কৃতিক চর্চাকে ধারন করতে পারে।
বিজয়ের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আজ রাত সাড়ে ৮ টার দিকে ময়মনসিংহ সিটি কর্পোরেনের উদ্যোগে অনলাইন প্লাটফরমে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির ত্রাণকর্তা হিসেবে আর্বিভুত হয়েছিলেন। তিনি অনুধাবন করেছিলেন অধিকার পুনরুদ্ধার করতে দেশকে স্বাধীন করতে হবে। ১৯৭৫ এ জাতির পিতাকে হত্যার মাধ্যমে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্নকে হত্যা করা হয়। আজ তাঁর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির পিতার স্বপ্ন অনুযায়ী দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
সচিব রাজীব কুমার সরকারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরো সংযুক্ত ছিলেন জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, বাংলাদেশ বেতারের উপ বার্তা নিয়ন্ত্রক ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক বিতার্কিক মোঃ মাসুদুর রহামন, ক্যালিফোর্নিয়া হেলথ কেয়ার রিসার্চার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক বিতার্কিক কুয়াশা পাল এবং সিলেট সিআইডির সহকারী পুলিশ সুপার ও খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক বিতার্কিক শাহ মোস্তফা তারিকুজ্জামান, ময়মনসিংহ বিতর্ক সংসদের সভাপতি মোহাম্মদ নাহিদ মন্ডল প্রমুখ সংযুক্ত ছিলেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.