ইউজিসি চেয়ারম্যানের সঙ্গে নজরুল বিশ্ববিদ্যালয় উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ
বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ( ইউজিসি)'র চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহ'র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর দে।
আজ রবিবার (২৬ ডিসেম্বর) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে ইউজিসি ভবনে এই সাক্ষাৎকার করেন তিনি।
এ সময় সভায় আরও উপস্থিত ছিলেন, (জাককানইবি)'র কোষাধ্যক্ষ প্রফেসর মো. জালাল উদ্দিন ও রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর।
সভায় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে দ্বিপাক্ষিক মত বিনিময় করেন। চেয়ারম্যান ইউজিসির আইন ও নিয়ম অনুসারে বিশ্ববিদ্যালয়কে সকল ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
নব নিযুক্ত উপাচার্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আইন ও নীতিমালার ভিত্তিতে বিশ্ববিদ্যালয় পরিচালনা করবেন মর্মে মতামত প্রকাশ করেন।
এরপর উপাচার্য ইউজিসি সদস্য প্রফেসর ড. মো. আবু তাহের ও সচিব ড. ফেরদৌস জামান এর সঙ্গেও পৃথক বৈঠক করেন।
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন