জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহে মসিকের সভা - Journalist Robi-Find Latest news, Latest opinions.

Header Ads

জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহে মসিকের সভা

শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ও ক্ষুদে ডাক্তারের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম নিয়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আয়োজনে গতকাল শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে এক সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন, 

মসিকের দায়িত্বপ্রাপ্ত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ.কে দেবনাথ। 

স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের এ কার্যক্রমের আওতায় আগামী ২৩ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত স্বাস্থ্য পরীক্ষা করা হবে এবং ৩০ অক্টোবর থেকে ০৫ নভেম্বর পর্যন্ত জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ বাস্তবায়ন করা হবে। জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহে সিটি এলাকার বিদ্যালয়গামী পাঁচ থেকে ষোল বছর বয়সী  ও বিদ্যালয় বহির্ভূত এক লাখ দশ হাজার শিশুকে কৃমিনাশক ঔষধ সেবন করানো হবে।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে মসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, কৃমি শিশুর সুস্বাস্থ্যকে ব্যাহত করে। একে হেলাফেলা করার কোন সুযোগ নেই। নিয়মিত শিক্ষার্থীদের সাথে Drop Out এবং Left Out শিক্ষার্থীদের দিকেও বিশেষ নজর দিতে হবে যেন কেউ এ কার্যক্রম থেকে বাদ না পড়ে যায়।

প্রধান নির্বাহী কর্মকর্তা প্রত্যাশা করেন, করোনা টিকাদান কার্যক্রমের মত জাতীয় কৃমি সপ্তাহের লক্ষ্যমাত্রা অর্জনেও ময়মনসিংহ সিটি কর্পোরেশন এগিয়ে থাকবে। এ সময় তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, নির্বাহী প্রকৌশলী মোঃ জহিরুল হক, মেডিকেল অফিসার ডাঃ রেদাউর রহমান খান, ডাঃ তাসমিয়া জান্নাত, বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বাস্থ্য ও শিক্ষা দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন এনজিও'র প্রতিনিধিবৃন্দ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.