মধ্যরাতে চলন্ত লঞ্চে আগুনে ৪০ যাত্রী পুড়ে ছাই; দগ্ধ শতাধিক
ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ নামে একটি লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৪০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আগুনে দগ্ধ হয়েছে শতাধিক যাত্রী।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) মধ্যরাত ৩ টার দিকে সুগন্ধা নদীর গাবখান ধানসিঁড়ি নামক এলাকায় ঢাকা থেকে বরগুনাগামী এই লঞ্চটিতে আগুন লাগে।
ঝালকাঠি ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৩০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে মৃতদের নাম পরিচয় এখনো জানা যায়নি। এখনো পর্যন্ত ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন। পরে আরও বিস্তারিত বলা যাবে।
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন