ময়মনসিংহে বিআরটিসির বাস ভাংচুর - Journalist Robi-Find Latest news, Latest opinions.

Header Ads

ময়মনসিংহে বিআরটিসির বাস ভাংচুর

ময়মনসিংহে বিআরটিসি'র বাস ভাংচুরের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে নবগঠিত নান্দাইল বাস যাত্রী কল্যাণ পরিষদসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। 

স্থানীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন (বিআরটিসি)’র সরকারি বাস বন্ধের প্রতিবাদে নান্দাইল উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠন মঙ্গলবার (১৪ই ডিসেম্বর) উপজেলা সদরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে। এসময় মানববন্ধনে সংগঠনের নেতৃবৃন্দরা বিআরটিসি বাস চালু অব্যাহত রাখতে এবং বাসের সংখ্যা বৃদ্ধির দাবী জানিয়ে বক্তব্য প্রদান করেন। এসময় নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার মো. আবুল মনসুর মানববন্ধনে এসে উপস্থিত নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন এবং নেতৃবৃন্দের দাবীগুলো জেলা প্রশাসকের সাথে কথা বলে সড়কে আরো ৬টি বিআরটিসি বাস বৃদ্ধি করার ঘোষণা দেন।

এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের খবরে বিআরটিসি বাস বন্ধকরনের ষড়যন্ত্রকারী এমকে সুপার ও শ্যামল ছায়ার বাসের কর্মচারীরা ময়মনসিংহের পাট গুদাম সংলগ্ন ব্রীজ এলাকায় বিআরটিসি বাস ভাংচুর করে।

জনগণের পরিসেবার জন্য সরকার প্রদত্ত বিআরটিসি’র সরকারি বাস ভাংচুরকে সরকারকে অন্যরকম ইঙ্গিত প্রদান করছে বলে সুশীল সমাজ সহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ মন্তব্য করেন। বিআরটিসি ভাংচুরের ঘটনা ও উক্ত বাস বন্ধের সকল ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানিয়েছেন নান্দাইলের সামাজিক সংগঠন ও নবগঠিত বাস যাত্রী কল্যান পরিষদ। তারা আরো বলেন, বিআরটিসি বাস চলাচলে কোন বাধাবিপত্তি ঘটালে কাউকে কোনরকম ছাড় দেওয়া হবেনা। প্রয়োজনে আবার রাজপথে আন্দোলনে নামবে যাত্রী কল্যাণ পরিষদ সহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ ও যাত্রীসাধারনগণ। তাই এমকে সুপার ও শ্যামল ছায়ার সকল বাসমালিকগণ ও কর্মচারীদের কঠোর হুশিয়ারী দিয়ে বিআরটিসি বাস চলাচলে সহযোগিতা করার আহ্বান জানান এবং পাশাপাশি এমকে সুপার ও শ্যামল ছায়ার বাসের পরিসেবা সুন্দর করার আহ্বান জানান।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.