ধর্ষণে কিশোরী অন্তঃসত্ত্বা; দুইজন গ্রেফতার
ময়মনসিংহের মুক্তাগাছায় এক কিশোরী মেয়েকে ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ ।
শনিবার (১ জানুয়ারি) সকালে উপজেলার দাওগাঁও ইউনিয়নের চন্দনীআটা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয় ।
গ্রেফতারকৃতরা হলেন, চন্দনীআটা গ্রামের মোহাম্মদ আলীর পুত্র হাফিজুল (২৫) ও পাশ্ববর্তী ফুলবাড়ীয়া উপজেলার বৈলাজান গ্রামের আবু হানিফার পুত্র দুলাল (৫০)।
শনিবার ধর্ষণের অভিযোগে মুক্তাগাছা থানায় ভুক্তভোগীর পিতা বাদী হয়ে মামলা করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরী মুক্তাগাছা উপজেলার চন্দনীআটা গ্রামে নানার বাড়ীতে ছোটবেলা থেকেই বসবাস করে আসছিল। ঐ কিশোরীর নানাবাড়ি সাথে আত্মীয়তার সুবাদে একই গ্রামের হাফিজুল ও ফুলবাড়ীয়া উপজেলার বৈলাজান গ্রামের দুলাল প্রায়ই ভুক্তভোগীর নানার বাড়ি যাতায়াত করতো। সেই সুযোগে দুইজন মিলে মেয়েটিকে পালাক্রমে ধর্ষণ করে আসছিল। একপর্যায়ে ঐ কিশোরী অন্তঃস্বত্ত্বা হয়ে পড়লে ভুক্তভোগী কিশোরীর পরিবার ও এলাকায় ঘটনাটি ছড়িয়ে পড়লে এলাকার লোকজন অভিযুক্ত ঐ দুইজনকে আটকে রেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করে থানায় নিয়ে আসে।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, ভূক্তভোগী কিশোরীর পিতা বাদী হয়ে অভিযুক্ত দুইজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে থানায় মামলা করেন। এই ঘটনায় আমরা মুল আসামি দুইজনকে গ্রেফতার করেছি। আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছে। আগামীকাল রবিবার আসামীদের আদালতে হাজির করা হবে। আর ভুক্তভোগী কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে।
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন