বাড়ির পাশের জঙ্গল থেকে কিশোরীর পোড়া লাশ উদ্ধার - Journalist Robi-Find Latest news, Latest opinions.

Header Ads

বাড়ির পাশের জঙ্গল থেকে কিশোরীর পোড়া লাশ উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁওয়ে বাঁশবাগান (জঙ্গল) থেকে সপ্তম শ্রেণিতে পড়ুয়া মারুফা আক্তার (১৪) নামে এক কিশোরীর পোড়া লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই বাঁশবাগান নিহতের বাড়ি  থেকে প্রায় ৩০০ গজ দূরে। আজ বুধবার (২৯ডিসেম্বর) দুপুরে এ লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে গত মঙ্গলবার রাতে ওই কিশোরী নিখোঁজ হয়। 

নিহত কিশোরী কদম রসুলপুর গ্রামের হতদরিদ্র কৃষক মজিবর রহমানের মেয়ে। নিহত মারুফা ত্রিশাল উপজেলার রায়গ্রামের আইওবিয়া দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী ছিল। 

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহম্মেদ বলেন, সকালে স্থানীয় লোকজন পুলিশে জানালে, পুলিশ ময়লার জঙ্গল থেকে ওই কিশোরীর লাশ উদ্ধার করে। কিশোরীর শরীর পুড়িয়ে ফেলা হয়েছে। হতে পারে এটি একটি হত্যাকান্ড। কিন্তু কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনো জানা যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.