সড়কের পাশে অজ্ঞাত তরুণীর লাশ
চট্টগ্রামের রাউজানে সড়কের পাশ থেকে অজ্ঞাত এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আনুমানিক তার বয়স ২৪-২৫ বছর। যার পরনে রয়েছে সাদা সেলোয়ার কামিজ, প্যান্ট। গলায় লাল রঙের উড়না দিয়ে পেছানো। গতকাল শনিবার রাউজান-নোয়াপাড়া সেকশন টু সড়কের পূর্ব গুজরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন রঘুনন্দন চৌধুরী হাটের পূর্বে তার লাশ দেখতে পাওয়া যায়।
পুলিশ জানায়, সকাল ৭টার দিকে স্থানীয় এক সিএনজি চালক ওই তরুণীর লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন বলেন, ওই তরুণীর পরিচয় শনাক্তে পুলিশের টিম কাজ করছে। পাশাপাশি ঘটনার রহস্য উদঘাটনেরও চেষ্টা চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন