ঈশ্বরগঞ্জে মামলার প্রধান আসামিকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন - Journalist Robi-Find Latest news, Latest opinions.

Header Ads

ঈশ্বরগঞ্জে মামলার প্রধান আসামিকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে হাদিসা আক্তার পপির আত্মহত্যায় প্ররোচনাকারী মামলার প্রধান আসামী মোনায়েমকে অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান করা হয়েছে।  বুধবার দুপুরে শিক্ষার্থী ও এলাকাবাসী উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন কর্মসুচী পালন করে। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।

জানা গেছে, উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচারচর নামাপাড়া গ্রামের তহুর উদ্দিনের মেয়ে ময়মনসিংহের মুমিনুন্নেসা সরকারী মহিলা কলেজের এইচ এস সি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী পপির সাথে একই এলাকার আমীর আলীর ছেলে মোনায়েমের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।  মোনায়েম বিয়ের প্রলোভনে পপির সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক গড়ে তুলে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন সালিশের মাধ্যমে বিয়ের সিদ্ধান্ত নেয়। এতে মোনায়েম বিয়েতে অসম্মতি জানায়। বিয়েতে মোনায়েম অসম্মতি জানালে, পপি তা মেনে নিতে না পেরে গত ৭ নভেম্বর নিজ বাড়ির বাথরুমে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। 

এ বিষয়ে নিহত পপির বড়ভাই খুরুম মিয়া বাদী হয়ে ৭ নভেম্বর ঈশ্বরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। অদ্যবধি মামলার প্রধান আসামি মোনায়েমকে পুলিশ গ্রেফতার করতে না পারায় ২৪ নভেম্বর উপজেলা পরিষদের সামনে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে স্থানীয় এলাকাবাসী ও শিক্ষার্থীরা মানববন্ধন করে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ হাফিজা জেসমিন জানান, স্বারক লিপি পেয়েছি। আসামিকে গ্রেফতার করার জন্য থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা কে বলা হয়েছে। 

আসামি গ্রেফতার প্রসঙ্গে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল কাদের মিয়া জানান , মামলার তদন্ত চলমান রয়েছে এবং আসামীকে গ্রেফতারের চেষ্টা অব্যহত রয়েছে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.