ধোবাউড়ায় ব্রিজের রড চুরি নিয়ে তোলপাড়
ময়মনসিংহের ধোবাউড়ায় সীমান্ত রোডে নির্মাণাধীন ব্রিজের রড চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনা নিয়ে এলাকায় শুরু হয়েছে তোলপাড়। উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের বাকপাড়া বাজারের উত্তরে ঘিলাগড়া গ্রামে সীমান্ত রোডে কাজ চলমান ব্রিজের রড চুরি হয়েছে। এ ঘটনায় চুরি করা রডসহ চোরকে আটক করেও ছেড়ে দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্ত রোডে বাকপাড়া বাজারের উত্তরে ঘিলাগড়া এলাকায় ব্রিজ নির্মাণ কাজ চলমান অবস্থায় মালামাল পাহাড়া দেওয়ার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান হযরত আলী নামে একজন পাহাড়াদার নিয়োগ করে। কিন্তু বুধবার(১ ডিসেম্বর) ভোর বেলায় প্রায় ১ টন রড চুরি করে নিয়ে যাওয়ার সময় পাহাড়াদার একটি ভ্যানগাড়িসহ চোরকে আটক করে।
পাহাড়াদার ও এলাকাবাসী জানায়,স্থানীয় বাসিন্দা নূরুল আমিন ঐ চোরকে ছেড়ে দেয়। সরকারী মালামাল চুরি করার পরও চোরকে ছেড়ে দেওয়ায় এলাকাবাসী ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন। এ ঘটনার বিচার দাবি করেন এলাকাবাসী।
এ বিষয়ে ব্রিজের কাজের দায়িত্বে থাকা ঠিকাদারের প্রতিনিধি আব্দুর রব রড চুরির ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,তিনি এ বিষয়ে আইনগত ব্যবস্থা নিবেন।
কোন মন্তব্য নেই
একটি মন্তব্য পোস্ট করুন