মসিকের প্রায় দুই কোটি টাকার প্রকল্পের উদ্বোধন - Journalist Robi-Find Latest news, Latest opinions.

Header Ads

মসিকের প্রায় দুই কোটি টাকার প্রকল্পের উদ্বোধন

ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকার ২৯ নং ওয়ার্ডে ১ কোটি ৭০ লক্ষ টাকা ব্যয়ে ১৩৬০ মিটার দীর্ঘ ২ টি আরসিসি সড়কের উদ্বোধন করেছেন, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু। গতকাল বুধবার দুপুরে এ দুটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন তিনি। উদ্বোধনকালে মেয়র টিটু বলেন, নতুন অন্তর্ভুক্ত ওয়ার্ডসমূহে নাগরিক সুবিধা পৌঁছে দিতে আমরা কাজ করে যাচ্ছি। ওয়ার্ডসমূহে নতুন নতুন সড়ক ও ড্রেন নির্মাণ করা হচ্ছে। দ্রুত সড়কবাতিও পৌঁছে দেওয়া হবে। উন্নয়ন কাজে সকলের সহযোগিতা কামনা করে মেয়র আরো বলেন, রাস্তা ও ড্রেন নির্মাণের জন্য নিজে থেকে জায়গা ছাড়তে হবে। শুধু নিজের চিন্তা না করে সামগ্রিক চিন্তা করতে হবে। সবার অংশগ্রহণের মাধ্যমেই সামষ্টিক উন্নয়ন নিশ্চিত করা সম্ভব। সড়ক দুটি হচ্ছে, বাদেকল্পা আমরতলা মোড় থেকে উত্তর দাপুনিয়া পর্যন্ত এবং গন্ড্রপা মরহুম নূরুল ইসলাম সড়ক। উন্নয়ন প্রকল্পের উদ্বোধনকালে ২৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ রফিকুল ইসলাম, ২৮, ২৯ ও ৩০ নং ওয়ার্ডের কাউন্সিলর কাউসার-ই-জান্নাত, নির্বাহী প্রকৌশলী মোঃ জহিরুল হক, সহকারী প্রকৌশলী মোঃ আজাহারুল হক ও জীবন কৃষ্ণ সরকারসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.