করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে টিকা নেওয়ার কোন বিকল্প নেই- মেয়র টিটু - Journalist Robi-Find Latest news, Latest opinions.

Header Ads

করোনা সংক্রমণ থেকে রক্ষা পেতে টিকা নেওয়ার কোন বিকল্প নেই- মেয়র টিটু


ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আয়োজনে ময়মনসিংহ মহিলা ডিগ্রি কলেজে ২০২১ সালের এইচএসসি পরীক্ষার্থীদের করোনা প্রতিরোধে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু। আজ সোমবার দুপুরে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। আগামী ২৫ নভেম্বর পর্যন্ত  এ কার্যক্রমের আওতায় প্রতিদিন প্রায় এক হাজার এইচএসসি পরীক্ষার্থীকে করোনা ভাইরাস প্রতিরোধে এ টিকা দেয়া হবে। 

এ সময় মসিক মেয়র টিটু বলেন, করোনার সংক্রমণ থেকে রক্ষা পেতে টিকা নেওয়ার কোন বিকল্প নেই। সবাইকে সুরক্ষিত করতে টিকা প্রদানের যে লক্ষ্যমাত্রা রয়েছে তা অর্জন করতে হবে। 
শিক্ষার্থীদের উদ্দেশ্যে মেয়র আরও বলেন, টিকা নেওয়ায় সারা বিশ্বে কোথাও তেমন নেতিবাচক পার্শ্বপ্রতিক্রিয়া  দেখা যায়নি। নিজে টিকা নিয়ে সবাইকে টিকা নিতে উদ্বুদ্ধ করতে হবে। করোনা সংক্রমণ বর্তমানে কম হলেও স্বাস্থ্যবিধিগুলো গুরুত্বের সাথে মেনে চলতে হবে।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মোঃ এনামুল হক, সিভিল সার্জন ডাঃ মোঃ নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর আলম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বাবুল হোসেন ও কলেজের শিক্ষকমণ্ডলীসহ প্রমুখ।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.